
নেশামিত্র প্রোগ্রামের দিশা অন্যান্য প্রোগ্রাম থেকে একটু আলাদা।আমাদের প্রধান উদ্দেশ্যে নেশাগ্রস্ত লোকদের শুধু চিকিৎসা করাই নয়, ওদের দৈনন্দিন জীবন স্বয়ংসম্পূর্ণ করে তোলা। এর জন্য নেশাগ্রস্ত লোকেদের ওদের বাড়িতে রেখেই চিকিৎসা করানো খুবই গুরুত্বপূর্ণ।খুবই কম সংখ্যক লোককে সেন্টারে থেকে চিকিৎসা করাতে হয়।আমাদের সংকট মোচন দল নেশাগ্রস্ত লোকেদের পরিবারে সাথে সম্মিলিতভাবে প্রচেষ্টা করে নেশাগ্রস্থ লোকেদের নেশা রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করে।কারন গবেষণা থেকে জানা গেছে যে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমেই সম্পূর্ণভাবে নেশামুক্ত করা যায়।